সবুজদেশ ডেস্কঃ

নীলফামারীতে সাংবাদিক পরিচয়ে করোনাভাইরাসের ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় নুরুজ্জামান (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাতে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেফতার মো. নুরুজ্জামান সদরের চাপড়া সরমজামীবানিয়াপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ে আসাতন বেগম নামে স্থানীয় এক পান দোকানির বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন ও করোনাভাইরাস সংক্রান্ত জেল-জরিমানার ভয় দেখান নুরুজ্জামান। পরে ওই নারীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন তিনি।

এ সময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ এসে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তবে, তিনি কোনও সংবাদপত্রের সাথে যুক্ত নন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here