চট্টগ্রামঃ

করোনায় মারা গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. জহিরুল ইসলাম (৪৪)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কনস্টেবল মো. জহিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন।

নগর পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালনকালে তিনি গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

কনস্টেবল মো. জহিরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here