যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে তিন জেলার আরো ১০৭টি নমুনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে।

সোমবার রাতে এই পরীক্ষা কেন্দ্রে তিন জেলার সন্দেহভাজন ৩১২ করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৫টির নমুনা নেগেটিভ এসেছে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে যশোর জেলার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯টি পজেটিভ ফল দেয়।

এছাড়া মাগুরার ৫০টি নমুনা পরীক্ষা করে ২০টি এবং নড়াইলের ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮টি পজেটিভ ফল পাওয়া যায়।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩০৮ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here