সাতক্ষীরাঃ

২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার আসামী জেএমবি নেতা নাসিরউদ্দিন দফাদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা কারাগারে হৃদরোগে আক্রান্ত হন এই জেএমবি নেতা। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জেএমবি নেতা নাসিরউদ্দীন দফাদার (৭২) সাতক্ষীরা সদরের বাঁকাল ইসলামপুর চর এলাকার বাসিন্দা। ২০০৫ মালে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার দিনই নিজ বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেফতার হন নাসিরউদ্দীন। সে সময় থেকেই কারাগারে আটক ছিলেন তিনি।

সাতক্ষীরা জেল সুপার আবু তাহের জানান, নাসিরউদ্দীন সিরিজ বোমা হামলার আসামী হিসেবে কারাগারে আটক ছিলেন। দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here