ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এবার ৭ম শ্রেনীর ছাত্র সহ এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সবাই ছাত্র।

আক্রান্তরা হলেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তাসিম, নদীপাড়ার সিআইসি সাইফুদ্দিন খালেদ পিকুলের ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আশরাফি খালেদ, রায়গ্রামের ভাতঘরা গ্রামের আবদুর রশিদের পুত্র আবু সায়াদ, বলিদাপাড়া গ্রামের আণোয়ার হোসেন জনি এবং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের নওয়াব আলরি পুত্র ইমরান হোসেন

মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসান জানান, তার বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র কালিগঞ্জ কলেজ পাড়ার আবদুর রবের ছেলে তাসিম আহম্মেদ মঙ্গলবার গায়ে জ্বর নিয়ে স্কুলে আসে। সে কালগিঞ্জ হাসপাতালে তার বন্ধুদের সাথে ডাক্তারের কাছে গেলে জানানো হয় তার ডেঙ্গু হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়েত বলেন, আমাদের এখানে তিনজনের রেকর্ড আছে। তাছাড়া ডেঙ্গু পরীক্ষা করার কিট এখনো উপজেলা পর্যায়ে আসেনি। আক্রান্ত সবাই ঝিনাইদহ সদরে চিকিৎসা নিচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here