নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ফেসবুক ভিত্তিক গ্রুপ ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারি মাহতাব উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ মজিদ, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা বি এম সাইদুজ্জামান সবুজ।

ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ এর উপদেষ্টা এএসএম আল মাসুম বলেন  অনেক শিক্ষার্থীই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। তাদের রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে মূলত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিনি সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত এবং সর্বদা সৎ ও সাহসিকতার সাথে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্যে উপদেশ দেন।

স্বেচ্ছাসেবক হিসেবে ফজলে ইলাহী স্বপ্ন, আশিক ইলাহী, রোজলিসা শান্তা, জান্নাতুল রিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

কালীগঞ্জ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনারস এসোসিয়েশন ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এছাড়া এই ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার সবুজদেশ নিউজ ডটকম।

এসএএস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here