নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে বিল্লাল হোসেন নামে কলেজের এক প্রভাষককে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে চাচী রওশনারা বেগমের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌরসভার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

আহত বিল্লাল হোসেন উপজেলার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজেন প্রভাষক। চাচী রওশনারা বেগম একই গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী।

বিল্লাল হোসেন জানান, তিনি এবং তার চাচা কামাল হোসেনের যৌথ মালিকানায় ইটের ভাটা পরিচালনা করতেন। গত ফেব্রুয়ারি মাসে তার চাচা মারা যান। তিনি অনেক টাকা দেনা ছিলেন। এখনো ভাটা চালু করা সম্ভব হয়নি। এরমধ্যে চাচী তার কাছে ২০ লক্ষ টাকা দাবি করেন। এ নিয়ে স্থানীয়রা শালিসও করেছেন। কিন্তু তার চাচী সেটা মানেন নি। বুধবার সকালে এক শ্রমিক চাচীর কাছে টাকা চাইতে আসে। এ নিয়ে তার সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় তার চাচী রওশনারা ছুরি নিয়ে তার মাথায় আঘাত করতে যান। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাত ও মুখে ছুরির আঘাতে কেটে যায়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here