কালীগঞ্জ॥ ঝিনাইদহের কালীগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টিতে উপজেলার শত শত কৃষকের কোটি টাকার ফসলহানি হয়েছে। চলতি বছর কালীগঞ্জ উপজেলায় ১৪ হাজর ৫০০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টিতে কৃষকের তরতর করে বেড়ে উঠা ধানগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের ধানক্ষেত শিলা বৃষ্টির কারণে ধানের গাছ ভেঙ্গে গেছে। সেই সাথে পান, গুটি আম, লিচুসহ অন্যান্য ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিক কৃষক জানান, তাদের রোপন করা ধান গাছ ভেঙ্গে গেছে। অনেক জমির ধানে শীষ বের হচ্ছে। আবার আগাম লাগানো অনেক জমিতে ধান বের হয়েছে। সেগুলি শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকজন কৃষক বলেন, যেভাবে শিলাবৃষ্টি হয়েছে তাতে তাদের ৪০ ভাগ ধান কম পাবেন। তারা আরো জানান, জীবনে এত বড় শিলাবৃষ্টি কখনো দেখিনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বেশ কয়েকটি ইউনিয়ন থেকে শিলাবৃষ্টির খবর পেয়েছি। উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, ত্রিলোচনপুর, রায়গ্রামের আংশিকসহ বেশ কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এসব ইউনিয়নে রোপন করা ধানে থোড় বেরিয়েছে। অনেক ক্ষেতের ধানে শীষ বেরুচ্ছে। শিলবৃষ্টিতে এসব ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, শিলাবৃষ্টির কারণে ত্রিলোচনপুর, সুন্দরপুর-দুর্গাপুর ও রায়গ্রামের আংশিক এলাকার কৃষকরা তাদের জমিতে রোপন করা ধান থেকে ২৫ ভাগ ধান কম পাবেন। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামের গুটি আম, লিচু ও পানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমার ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাবে না। বুধবার সরেজমিন পরিদর্শন করার পর বোঝা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here