বিশেষ প্রতিনিধিঃ

৫ ম ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌর সভা নির্বাচনের ভোটগ্রহন জন্য কেন্দ্রে সরঞ্জাম বিতরন শুরু করা হয়েছে । শনিবার দুপুর ২টা থেকে উপজেলা রিটানিং কর্মকর্তার কার্য্যালয় থেকে ইভিএম মেশিন, ট্যাব সরঞ্জাম বিতরন করা হয়েছে ।

জেলা রিটানিং কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, ভোট কেন্দ্রে বিজিবি , পুলিশ, আনসার, ইষ্টাকিং ফোর্স, মোবাইল কোট টিম , নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে । সর্বপ্রথম কালীগঞ্জ ও মহেশপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।

ঝিনাইদহের কালিগঞ্জে পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ৯টি সাধারন ওয়ার্ডে ৪৭ জন পুরুষ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। কালীগঞ্জ পৌর এলাকায় ৩ প্লাটুন ও মহেশপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে ।

কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ জন এবং মহিলা ২০ হাজার ৪২১ জন।

মহেশপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫০। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৩৮ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here