সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। টি-টোয়েন্টির এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এবারের আসরে অংশ নিবে সাতটি দল। 

বিপিএলের আসন্ন আসরে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের চারজন তারকা ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, হাসান আলী ও তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। 

দলটির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তাদের চার পাকিস্তানি ক্রিকেটার ৩ জানুয়ারি ঢাকায় আসবেন। ৬ জানুয়ারি সন্ধ্যায় রংপুর রাইডার্সের সাথে প্রথম ম্যাচ খেলবেন। 

তবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খানের সঙ্গেও আলোচনা চলছে কুমিল্লার ম্যানেজমেন্টের। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, জাকির আলী অনিক, মাহমুদুল ইসলাম আকন, মুকিদুল ইসলাম, নাইম হাসানসহ বেশ কিছু ক্রিকেটার। 

আর বিদেশি তারকাদের মধ্যে আছেন- মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, হাসান আলী, আবরার আহমেদ, মোহাম্মদ নবি, ব্রান্ডন কিং, চাঁদউইক ওয়ালটন, শেন উইলিয়ামস ও জশুয়া কব। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here