কুষ্টিয়াঃ

১৫দফা দাবীতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ট্যাংকলরী শ্রমিক ও পাম্প মালিকরা । রোববার সকাল ৬টা থেকে জেলার সকল প্রেট্রল পাম্পগুলো বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করছে তারা।

এতে চরম ভোগান্তিতে পড়েছে মোটর সাইকেল চালকসহ বিভিন্ন পরিবহন চালকরা।

কুষ্টিয়ার প্রেট্রল পাম্পগুলোর মালিক ও শ্রমিকরা বলছেন, সড়কে পুলিশী হয়রানিসহ ১৫দফা দাবীতে আজ থেকে আমাদের শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন। খুলনা বিভাগের ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা আজ থেকে এই কর্মবিরতি পালনের ঘোষনা দেওয়ায় আমরা তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে এই কর্মবিরতি পালন করছি। দাবি পুরণ না হওয়া পযন্ত এই কর্মবিরতি চলবে।

এদিকে খুলনা বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা এই কর্মবিরতির ডাক দিয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, আজ সকাল থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি পালন। ট্যাংকলরী শ্রমিক-মালিক ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানে কাজ করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here