যশোরঃ

যশোরে দুই দিন ধরে সূর্যের দেখা নেই। গুমোট আবহাওয়ার মধ্যে (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। (২৭ ডিসেম্বর) শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাঁদরে ঢাকা যশোর। সারাদিন যশোরের আট উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্নের সাথে সাথে রয়েছে কনকনে শীত। প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব একটা জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

যশোর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ .৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যশোরে তাপমাত্রা ১১. ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর রাতে গুড়ি গুড়ি বৃষ্টিতে ৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া পর্যবেক্ষক মাসুদুর জামান জানান, যশোর জেলার আট উপজেলায় সূর্যের দেখা যায়নি। এ ছাড়া খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here