যশোরঃ

ব্যাটারী চালিত ভ্যানের নিচে বক্স তৈরি করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে মাদক কারবারী নজরুল ইসলামকে ৫৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামানের নেতৃত্ব পুলিশ উপজেলার গোপালপুর কপোতাক্ষ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মৃত আফসার সরদারের ছেলে নজরুল ইসলামকে (৫০) গ্রেফতার করে। এ সময় তার ভ্যান তল্লাশি চালিয়ে ভ্যানের নিচে অভিনব কৌশলে বক্সে লুকিয়ে রাখা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিনব কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে ভ্যান চালক সেজে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান জানান, ব্যাটারী চালিত ভ্যানের নিচে বক্স তৈরি করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here