সবুজদেশ ডেস্কঃ

অফিস চলাকালীন নারী অফিস সহকারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সাতক্ষীরা গণপূর্ত অফিসের উচ্চমান অফিস সহকারীর বিরুদ্ধে। নির্বাহী প্রকৌশলীর কাছে শ্লীলতাহানির ঘটনায় প্রতিকার চেয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ওই নারী অফিস সহকারী। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবেদন পেলে এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। অন্যদিকে, ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন অফিস স্টাফরা।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা গণপূর্ত অফিসে গেলে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অভিযোগের তদন্তকারী টিমপ্রধান স্টাফ অফিসার ফিরোজ আলীসহ দায়িত্বশীল কর্মকর্তাদের পাওয়া যায়নি।

ওই নারী গণপূর্ত উপবিভাগ-১ এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত। গত ৩ জানুয়ারি লিখিত অভিযোগে তিনি জানান, অফিসের উচ্চমান অফিস সহকারী আবুল হাসান বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩১ ডিসেম্বর অফিসে একা পেয়ে তাকে কুপ্রস্তাব দেন ও জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তার দাবি জানান ওই নারী অফিস সহকারী।

এ ঘটনায় ৪ জানুয়ারি স্টাফ অফিসার ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন নির্বাহী প্রকৌশলী। কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে এখনো প্রতিবেদন জমা দেয়া হয়নি।

তদন্তকারী টিমের প্রধান সাতক্ষীরা গণপূর্ত বিভাগের স্টাফ অফিসার ফিরোজ আলী ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘আমি কোনো তদন্ত করছি না। কোনো কাগজ পাইনি। টিমপ্রধান কে বানিয়েছে সেটিও জানি না।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here