খুলনাঃ

খুলনায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫০ জনের করোনা পজিটিভ এসেছে ।

খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৬১ জন খুলনা মহানগরী ও জেলার।

এরমধ্যে ৫০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাট ৬ জন, যশোর ৩ জন ও সাতক্ষীরা জেলার ২ জন রয়েছে।

মৃতরা হলেন- টুটপাড়ার আমেনা খাতুন (৬৫), সাতক্ষীরা শ্যামনগরের মোহাম্মদ আলী (৭৫)। এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার বিকাল পোনে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন (৬৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা টুটপাড়ার মৃত আমসুউদ্দীনের স্ত্রী।

এদিন সন্ধ্যা সোয়া ৭টায় সাতক্ষীরা শ্যামনগরের বাসিন্দা মোহাম্মদ আলী (৭৫) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৩ জুন খুলনা করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here