খুলনা প্রতিনিধিঃ

খুলনায় বিদেশফেরত ১৪৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৩১ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশে থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপে ৮০ জন, বটিয়াঘাটায় ৫৯ জন, রূপসায় ৯২ জন, তেরখাদায় ১৯ জন, দিঘলিয়ায় ৩৭ জন, ফুলতলায় ৩৬ জন, ডুমুরিয়ায় ২৪ জন, পাইকগাছায় ১০১ জন, কয়রায় ১৪৪ জন, খুলনা মহানগরীতে ৮৩৯ জন। ছাড়পত্র পেয়েছেন দাকোপের ১২ জন, রূপসার ৪ জন, তেরখাদায় ৩ জন, দিঘলিয়ায় ১ জন, পাইকগাছায় ১০ জন ও মহানগরীতে ১ জন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here