খুলনা:

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থেকে এসব রোগীর মৃত্যু হয়।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিন, চুয়াডাঙ্গায় দুই, যশোরে পাঁচ, সাতক্ষীরায় দুজন ও মেহেরপুরে একজনের মৃত্যু হয়।

এর আগে সকাল পর্যন্ত খুলনা সদরে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুভাষ রঞ্জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের ডা. রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও খুলনা আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালের দুজন রয়েছে।   

মৃতরা হলেন— মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে খুলনা সদরের বাসিন্দা আসমা বেগম  (২৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরার জেসমিন (২৫) ও মোহাম্মদ আলী (৫৪), যশোরের মোহাম্মদ আজিজ (৬৫)।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here