যশোর:

যশোরে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময় জেলায় নতুন করে আরও ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) যশোরের সিভিল সার্জনের দেওয়া তথ্য জানা গেছে।

এদিকে, উচ্চঝুঁকির কারণে যশোরে টানা তিন সপ্তাহ কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে আসছে। বিধিনিষেধ বাস্তবায়নে যশোর পৌর এলাকায় ৮টি টিমে নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছেন। সেইসঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় যশোরে ৫০২ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পিসিআর ল্যাবে ২৭৭ জনের মধ্যে ১১৬ জন ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২২৫ জনের মধ্যে ৭১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৭ শতাংশ। এছাড়া একইসময়ে যশোরে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

যশোর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যার হাসপাতালে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরে টানা তৃতীয় সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। বুধবার (২৩ জুন) মধ্যরাত থেকে এ লকডাউন শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here