ঢাকাঃ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘গত ১০ বছরে দেশের নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত শুধু লুট-হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশে দুর্নীতির মূলোৎপাটনে ১৪ দল গঠন করা হয়েছিল। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু কয়েকটি ক্যাসিনো বন্ধ করলেই হবে না। দেশের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব না।’

উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ গফুর মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। এ ছাড়া, বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মাজহারুল হক ও কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ অনেকে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here