ঝিনাইদহঃ

ঝিনাইদহে ধানের চাতালে বিষ দিয়ে দেশিয় প্রজাতির পাখি হত্যা করা হচ্ছে। সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় চাতালে খাবারের সন্ধানে গিয়ে বেশ কিছু চড়ুই পাখি মারা গেছে।

অভিযোগ উঠেছে তেঁতুলতলা বাজারের চাতাল মালিক সোহেল হোসেনের মিলে কাজ করা মহিলারা ধানের সঙ্গে বিষ ছিটিয়ে দিচ্ছে। আর তা খেয়ে মারা পড়ছে দেশিয় পাখি। পাখি ছাড়াও স্থানীয় পোষা মুরগি সহ পশু-পাখি মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

তবে, চাতাল মালিক বলছেন তারা বিষ প্রয়োগ করেনি। এক কবিরাজ চড়ুই পাখি ধরতে গতকাল শনিবার বিকালে গোপনে বিষ ছিটিয়েছিলো, যা খেয়ে কিছু পাখি মারা গেছে। মারা গেছে কয়েকটি মুরগিও। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here