আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা থেকে অবৈধপথে ভারত থেকে আসা ৯১০টি পিতলের মূর্তী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মূর্তী উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান,গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের টহল কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে অবৈধপথে ভারত থেকে পিতলের মুর্তী আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পাকা রাস্তার উপর থেকে ৯১০টি পিতলের মূর্তী পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত পিতলের মূর্তী গুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here