চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রবিন হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মাবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রবিন হোসেন কুশোডাঙ্গা গ্রামের বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশেই রাস্তার ধারে সমবয়সীদের সাথে খেলা করছিল রবিন। খেলার এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় শিশুটি গুরুতর জখম হয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সোহানা আহমেদ বলেন, দুপুরের কয়েক ব্যক্তি শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রবিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here