যশোরঃ

যশোরের অভয়নগরে নুরুজ্জামান মোল্লা (৫০) নামে এক ভ্যানচালকের ছিন্নভিন্ন মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান ট্রেনলাইন থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সোমবার দুপুরে নওয়াপাড়ার এক নম্বর ওয়ার্ডের চেঙ্গুটিয়া আলিপুর রেলক্রসিং থেকে ট্রেনে কাটা মরদেহটি উদ্ধার করা হয়। পরে যশোর রেলপুলিশ (জিআরপি) লাশ নিয়ে যায়। নিহত নুরুজ্জামান উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পূর্বপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আলিপুর রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তিনি ভ্যানসহ কাটা পড়েন। দুর্ঘটনায় ভ্যানচালকের দেহ থেকে মাথা, একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় তার ভ্যানটি। এসময় ঘটনাস্থলে মারা যান ভ্যানচালক। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, ট্রেনে কাটা মরদেহের ছিন্নভিন্ন অংশ একত্রিত করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেললাইন থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যানটি সরানো হয়। পরে যশোর জিআরপি ঘটনাস্থলে এলে মরদেহ হস্তান্তর করা হয়।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়। আলিপুর রেলক্রসিংটি অরক্ষিত। এ ধরনের ক্রসিং পারাপারে সচেতন থাকা জরুরি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here