চুয়াডাঙ্গাঃ

নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরের ভিজে স্কুলের সামনে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এ মামলায় জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারসহ দলীয় নেতা-কর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে।

চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক জানান, এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দীর্ঘদিন পর শরীফ উর জামান সিজার রোববার বিকালে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here