টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে সখীপুরে এক যুবকের ছুরিকাঘাতে তার মা, বাবা ও ছোট ভাই আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে উপজেলার মহানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাশিদুল ইসলাম (৩৫)।

আহতরা হলেন মা রাশদো বেগম (৫৫), বাবা আবদুল হাকিম (৬০) ও ছোট ভাই আবু তাহের (২৫)।

আহতদের মধ্যে বাবা ও ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিদুলের চাচাতো ভাই বছির উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে রাশিদুল তার মা রাশেদাকে মারধর শুরু করেন। এটা দেখে ছোট ভাই তাহের এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করেন রাশিদুল। এ সময় বাবা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি মাকেও ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ খান বলেন, আহত আবু তাহেরের বুকের বাঁ পাশে ছুরির গুরুতর আঘাত আছে। এছাড়া বাবা আবদুল হাকিমের বুকের বাঁ পাশে ও বাঁ হাতে আঘাত লেগেছে। মা রাশেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাশিদুলের চাচাতো ভাই বছির উদ্দিন বলেন, রাশিদুলের মাথায় একটু সমস্যা আছে। তবে এ ধরনের ঘটনা ঘটাবেন, তা কখনো কেউ আশা করেনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং সে পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে বলে জানান ওসি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here