সবুজদেশ ডেস্কঃ

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসির সূচি অনুযায়ী এই সিরিজে দুই দলের খেলার কথা ছিল তিনটি করে টেস্ট ও ওয়ানডে, দুটি টি-২০। কিন্তু চূড়ান্ত সূচিতে থাকছে কেবল দুই টেস্ট ও তিন ওয়ানডে। বাদ পড়ছে টি-২০ সিরিজ।

২০২১ টি-২০ বিশ্বকাপের বছর। অথচ নতুন বছরের শুরুতেই থাকছে না টি-২০ সিরিজ। সিদ্ধান্তটি কতটা যৌক্তিক? এ ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খানের ব্যাখ্যা, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা লম্বা সময় এখানে থাকতে চাচ্ছিল না। কোভিড পরিস্থিতিতে ইতিমধ্যেই জৈব-সুরক্ষা বলয়ে দুটি সফর ওরা করেছে। এরপর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের উদাহরণও ওরা দিয়েছে যে ঝুঁকি থাকে। সবকিছু মিলিয়েই আমরা ওদের অনুরোধ রেখেছি।’

টি-২০ সিরিজ বাদ না। ওটা হবে। আকরাম খান জানান, ‘ওরা আমাদেরকে বলেছে, বিশ্বকাপের আগে কোনো একটা সময় আবার এসে টি-২০ সিরিজটি খেলে যাবে। আমরা আশা করি সেটি হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই গত মার্চের পর বাংলাদেশে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি আয়োজন করা হবে ঢাকা ও চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি।

ঢাকায় এসে তিনদিন হোটেল বন্দী থাকতে হবে ক্যারিবীয়দের। এরপর চার দিনে কোয়ারেন্টিনে থেকে নিজেদের মধ্যেই অনুশীলন করার সুবিধা তারা পাবেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here