নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৩ টি নমুনার রিপোর্টে নতুন ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ২৭ জন, শৈলকুপায় ১ জন, হরিণাকুন্ডুতে ৪ জন ও কোটচাঁদপুরে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪০৮, শৈলকুপায় ১০১, হরিণাকুন্ডুতে ৩৫, কালীগঞ্জে ২৪৯, কোটচাঁদপুরে ৫৫ ও মহেশপুরে ৩১ জন আক্রান্ত হয়েছেন।

যে ৩৫ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর- ২৭-১.সদর হাসপাতাল ঝিনাইদহ ২.পুলিশ লাইন ৩.৩ নং পানির ট্যাঙ্ক ৪. আরাপপুর ৫. আরাপপুর, উকিলপাড়া ৬. আরাপপুর, জামতলা ৭.আদর্শ পাড়া ৮.পানি উন্নয়ন বোর্ড উপশহর পাড়া ৯.হামদহ ১০.বনানি পাড়া ১১. ঝিনাইদহ সদর হাসপাতাল ক্যাম্পাস ১২. আদর্শ পাড়া ১৩. আরাপপুর ১৪. স্টেডিয়াম পাড়া ১৫. স্টেডিয়াম পাড়া ১৬. কবি গোলাম মোস্থোফা সড়ক ১৭. লেবু তলা ১৮. মাগুরাপাড়া ১৯. হামদহ শান্তি নগর পাড়া ২০. শান্তি নগর পাড়া ২১. শান্তি নগর পাড়া ২২. চাকলাপাড়া ২৩. পবহাটি ২৪. সদর থানা ঝিনাইদহ ২৫. সদর থানা ঝিনাইদহ ২৬. সদর থানা ঝিনাইদহ ২৭. বাড়িবাতান

শৈলকূপা- ১- ১.দুধসর

কোটচাঁদপুর- ৩- ১. হাসপাতাল পাড়া ২. লক্ষীপুর ৩. টি.এন.টি পাড়া

হরিনাকুন্ডু- ৪- ১. হরিনাকুন্ডু দক্ষিণ ২. সনাতনপুর ৩. কাপাশহাটিয়া ৪. জনতা ব্যাংক

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here