ঝিনাইদহঃ

অভ্যন্তরীন চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে টনপ্রতি ৫’শ ও ৬’শ টাকা ঘুষ নেওয়া ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করে খাদ্য বিভাগ।

সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন এ তদন্ত করেন। তিনি জেলা খাদ্য বিভাগের অফিসে গিয়ে মিলারদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

তিনি বলেন, ১ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি। মিলারদের সাথে কথা বলা হয়েছে। তদন্তের বিষয়ে বিভিন্ন উপজেলার মিলারদের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত এই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

উল্লেখ, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীন চাল সংগ্রহ শুরু হওয়ার পর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের কাছ থেকে সদর উপজেলায় ৫’শ টাকা ও অন্যান্য উপজেলায় ৬’শ টাকা করে ঘুষ গ্রহণ করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here