ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক আহত হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হল শহরের কালিকাপুর এলাকার আজগর আলীর ছেলে ইমামুল (২১) ও একই এলাকার কুদ্দুসের ছেলে মাতিন (১৭)।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, রাতে ইমামুল ও মাতিন মটর সাইকেলে শহরের ষাটবাড়িয়া এলাকায় ঘোরাঘুরি করছিল। সেসময় ওই এলাকার অনিক, প্রনাম সহ কয়েকজন যুবক মটর সাইকেল গতিরোধ করে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান, ধারনা করা হচ্ছে তাদের ভিতর পূর্বের বিরোধ থাকতে পারে যার কারনে আজ কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা ইসলাম জানান, আহতদের মধ্যে ইমামুলের শারীরিক অবস্থা বেশী খারাপ। তার বুকে , মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইমামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে ভর্তি থাকা মাতিনের শারীরিক অবস্থা শঙ্কা মুক্ত।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here