ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সড়ক দূর্ঘটনায় মোকাম্মেল লস্কার (৬২) নামে এক নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছেন। সে কালীগঞ্জ পৌরসভাধীন পাইকপাড়া গ্রামের মৃত মতিয়ার লস্কারের ছেলে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মোকাম্মেল একজন নার্সারী ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সে কালীগঞ্জ শহর থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিল। নলডাঙ্গা সড়কের পাইকপাড়া কড়াইতলা নামক স্থানে পৌছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্বক জখম হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩৫) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে কোটচাদপুর উপজেলার গাবতলা পাড়ার বাসিন্দা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে যশোর থেকে মটর সাইকেল যোগে কালীগঞ্জ শহরের দিকে আসার পথে মোবারকগঞ্জ সুগার মিলের দক্ষিন দিকে রায়গ্রাম ট্রাক গ্যারেজ এলাকায় পৌছলে দাড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৮৬৬৫) পিছনে ধাক্কা মারে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here