ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিয়ে পড়ানোর অপরাধে বদরুল ইসলাম (৪০) নামের এক ঈমামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বদরুল ইসলাম শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের জামে মসজিদের ঈমাম।

শুক্রবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে উপজেলার দুধসর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ঝুমুর খাতুনের সাথে ঝিনাইদহ সদর থানার লাউদিয়া গ্রামের হুরমত আলীর ছেলে সোহাগ হোসেনের সাথে বিয়ে হয়। এই বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বর ও কনের সকল সদস্য ভ্রাম্যমান আদালতের অভিযানের পূর্বেই পালিয়ে যায়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, সাংবাদিক সুলতান আল একরাম, হাবিবুর রহমান, মানবাধিকার কর্মী নেহেরুণ নেছা মিনু, ও ভাটই ক্যাম্প আইসির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here