নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে নিহতের স্বজনরা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, ২ ভাই, মুক্তার বিশ্বাস, সুজাত বিশ্বাস ও স্ত্রী সুমি খাতুন এবং কলেজ ছাত্রলীগের নেতা আহত সজিব ।

এ সময় বক্তারা বলেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী মুরাদ, তৌহিদ, সমরেশকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। একটি পক্ষ এ হত্যাকান্ডকে ভিন্নখাতে নেওয়ার পায়তারা চালাচ্ছে । তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠ বিচারের দাবী জানান। বক্তারা আরো বলেন, আমাদের সন্তানরা ছিল পরিবারের একমাত্র অবলম্বন । তাদেরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক ।

উল্লেখ্য- গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছাত্রলীগের অভ্যন্তরিন কোন্দলে ধাওয়ায় ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সদর থানায় ও আদালতে পৃথক দুটি মামলাদায়ের হয়েছে।

আরো পড়ুন: ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জনের নামে মামলা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here