ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ২১৬ টি স্বর্ণের আংটি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতের দিকে সীমান্তের মাতলার আইট নামক স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি বিজিবি।

ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারত থেকে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/২৭-আর পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট এলাকায় অভিযান চালায় বিজিবি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেসময় ওই ব্যাগে তল্লাসী করে ২১৬ টি ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। এর ওজন ৬১২ গ্রাম যার মুল্য আনুমানিক ২৯ লক্ষ ৪৩ হাজার ৫ শ’ ৫০ টাকা। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণ জেলা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here