টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শহীদুল ইসলাম সবাইকে সতর্ক করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি জানান, হঠাৎ করে শুক্রবার সকালে জানতে পারি আমার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

ডিসি বলেন, ‘এরপর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে টাকা দাবি করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ ছাড়া জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘জেলা প্রশাসক টাঙ্গাইল’- এর ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়েছে। সেখানে সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আহবান জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here