চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন বিশ্বাস ভারতের নদীয়া জেলার দক্ষিণ চব্বিশ পরগোনার রানাঘাট এলাকার ওমর বিশ্বাসের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, তপন বিশ্বাস ব্যবসায়ীক কাজে বাংলাদেশে আসেন (পাসপোর্ট নং-জেড-৫২২৪৯০৬)। রাতে দর্শনা বাসস্ট্যান্ড হিমেল আবাসিক হোটেলে রাত্রী যাপনের জন্য রুম ভাড়া নেন তিনি।

এরপর দর্শনা বাসট্যান্ড চৌরাস্তার মোড়ে মিলনের চায়ের দোকানের সামনে পৌঁছালে হিজলগাড়ি থেকে আসা আখবোঝাই কেরু চিনিকলের একটি ট্রাক্টরের (রেজি-নং (কুষ্টিয়া-ই-৩) ট্রলির হিচিং ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে ট্রাক্টরের ট্রলির ধাক্কায় ভারতীয় নাগরিক তপন ছিটকে মাটিতে লুটিয়ে পড়লে ট্রলির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এসময় তপন মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here