ফাইল ফটো

সবুজদেশ নিউজ ডেস্কঃ

প্রত্যেক দিন সারা দেশে অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন দাবি করেছেন, ডেঙ্গু তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড (ভিত) হওয়ার কিছু নেই।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে এসে তিনি এ দাবি করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মাত্র ১৪ জন মারা গেছেন।

তবে উপস্থিত সাংবাদিকরা তার এই দাবির প্রতিবাদ করে স্মরণ করিয়ে দেন, এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ১২ জনের মৃত্যু হয়েছে। বিএসএমএমইউতে ২ জন ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে আরও অনেকে মারা গেছেন।

তখন জাহিদ মালেক বলেন, ‘বিষয়টি আমার ভালোভাবে জানা নেই। জেনে পরে জানাতে পারব।’

এরপরই তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘৫০ লাখ ডেঙ্গু সনাক্তের কিট আমদানির অর্ডার দেয়া হয়েছে। এরই মধ্যে ২ লাখ কিট চলেও এসেছে। বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। কোথাও ওষুধ সংকট কিংবা টেস্ট নিয়ে সমস্যা হবে না।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সিটি করপোরেশন ভালভাবে কাজ করছে। মশা কমানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের চিকিৎসকরা দিন-রাত কাজ করছেন। সে কারণে মৃতের সংখ্যা অনেক কম। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশে কিন্তু মৃতের সংখ্যা অনেক বেশি। ফিলিপাইনেই তো শত শত লোক মারা গেছে।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here