ঢাবিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীরা ভারত সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। তারা কাশ্মীরে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানান।

বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রছাত্রী ব্যানার ও ফেস্টুন হাতে ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন।

রবিবার থেকে সামরিক পরিস্থিতি জারি করা হয়েছে কাশ্মীরে।

সোমবার সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয় ক্ষমতাসীন বিজেপি।
রয়টার্স জানায়, এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের ৩০০ রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়েছে। আটকদের মধ্যে আছেন রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও।

কাশ্মীরের সবগুলো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দল ও গোষ্ঠীর জোট হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুককে কয়েক ঘণ্টার জন্য গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here