সবুজদেশ ডেস্কঃ

বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়াই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছেন। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।’

গোলাম কুদ্দুস বলেন, ‘আমাদের লড়াই-সংগ্রামের অন্যতম কান্ডারী নাসির উদ্দীন ইউসুফ এর করোনা পজিটিভ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মানসিকভাবে সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এ মুহূর্তে বিশ্রামই তার প্রধান চিকিৎসা।’

তিনি আরো বলেন, ‘সবার প্রতি অনুরোধ এ সময় কেউ তাকে ফোন করবেন না। দোয়া এবং মঙ্গল কামনাই একমাত্র প্রত্যাশা। তথ্যের জন্য আমাকে বা জোটের অন্যান্য নেতৃবৃন্দকে ফোন করতে পারেন। আমাদের সবার শুভকামনায় বাচ্চু ভাই দ্রুতই সুস্থ হয়ে উঠবেন- এ চাওয়া অমূলক নয়।’

নাসির উদ্দীন ইউসুফ মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তিনি ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের সাথে তিনি বাংলা নাটকের শেকড়সন্ধানী কর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন। বাংলামঞ্চে উল্লেখযোগ্য অনেক নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি, যা নাট্যে বা থিয়েটারে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এজন্য তাকে মঞ্চের কান্ডারি বলে ডাকা হয়। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র একাত্তরের যীশু। গেরিলা চলচ্চিত্র পরিচালনা করে অর্জন করেন বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এর সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। এর আগে ‘গেরিলা’ সিনেমার নির্মাণ করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here