সবুজদেশ ডেস্কঃ

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার ক্রিস গেইল। চল্লিশেও তিনি ব্যাট হাতে সমান বিধংসী। নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন এই ক্যারিবিয়া ব্যাটিং দানব। টি-টোয়েন্টি সংস্করণে গেইলই বস।

গতকাল আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন গেইল। যদিও ১ রানের দুঃখ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ৮ ছক্কা ও ৬ চারে সাজানো ৬৩ বলের ইনিংসে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।

গতকাল নিজের ৭ নম্বর ছক্কা মারার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছেন গেইল। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কার চূড়া স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে গেইলের ঝুলিতে এখন ১০০১টি ছক্কা দেখার বিষয় এই ‘ছক্কার চূড়াকে’ আরো কতটা উঁচুতে তোলেন তিনি।

এদিকে ছক্কা মারার দৌড়ে গেইলের ধারেকাছেও নেই আর কোন ক্রিকেটার। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মরার রেকর্ড কিয়েরন পোলার্ডের। গেইলেরই মতো ক্যারিবিয় দ্বীপপুঞ্জের ক্রিকেটার তিনি। পোলার্ডের ছক্কার সংখ্যা ৬৯০টি। ৪৮৬ টি ছক্কা মেরে তিনে আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here