নিজস্ব প্রতিবেদকঃ

১৫ আগস্ট উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা ও সুরে গান গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী সুভাষ দাস।

‘মুজিব তুমি বিদ্রোহী কবিতা, মুজিব তুমি ফুলের সুবাস, তুমি স্বাধীনতা’ এমন কথায় গানটি সঙ্গীতায়োজন করেছেন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক রামকৃষ্ণ পাল।

গানটির ভিডিও পরিচালনা করেছেন ভিডিও অডিশন।

কন্ঠশিল্পী সুভাষ দাস বলেন, আমাদের সবার প্রিয়, জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশের জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি ভাষা দিয়েছেন। তার কাছে ঋণের বোঝা এত বেশি যে, আমাদের আসলে সেই ঋণ শোধ করার কোনোই ক্ষমতা নেই।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, এ গানের মাধ্যমে বাংলাদেশের জন্য তার ত্যাগ, অবদানকে স্মরণ করে কিছুটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি মাত্র। গানটি সবার ভালো লাগবে আশা করি।

ভিডিও দেখতে…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here