সবুজদেশ ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা করোনা চিকিৎসায় নিজের শহর রোজারিওর হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর দিয়েছেন তিনি।

লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

রোগীদের সুচিকিৎসার স্বার্থেই রোজারিও শহরের একটি হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর দিলেন মেসি। মে মাসেও মেসির ফাউন্ডেশন থেকে কৃত্রিম ভেন্টিলেটর দান করা হয়েছিল।

ছোঁয়াচে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এর আগে এক মিলিয়ন ইউরো দান করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here