বার্তাকক্ষঃ

দুই বছর আগে তিনটি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটি গোপন রাখার অভিযোগে আইসিসি কর্তৃক সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে।

ফলে আগামী বছরের ২৯ অক্টোবর পুনরায় সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। আইসিসিকে দেয়া বিবৃতিতে নিজের ওপর আসা এ শাস্তি তথা নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন সাকিব। একই সঙ্গে অঙ্গীকার প্রকাশ করেছেন, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে দুর্নীতিবিরোধী প্রোগ্রামে অংশ নেয়ার।

মঙ্গলবার রাতে বিসিবি ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, আপনারা সবকিছুই জেনেছেন। নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। শতকোটি ভক্ত ও আমিও চাই ক্রিকেট দুর্নীতি মুক্ত হোক। আপনারা অতীতে ও বর্তমানে যেভাবে সহযোগিতা করেছেন, আমি চাই এভাবে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমি ভালোভাবে আবার ক্রিকেটে ফিরতে পারবো।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here