নড়াইলঃ

শ্বাসকষ্ট ও বমিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যেই শওকত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। এর আগে তিনি প্রায় দশ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, বমিসহ নানা অসুস্থতায় ভুগছিলেন।

শওকত নড়াইল শহরের দক্ষিণ নড়াইলের ওমর আলীর ছেলে। তিনি রূপগঞ্জ বাজারে সুপারির ব্যবসা করতেন।

শওকতের আত্মীয় বাবু মোল্যা জানান, শওকত প্রায় দশ দিন আগে অসুস্থ হন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার পরিবার আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেও সন্তোজজনক উত্তর পাওয়া যায়নি।

কয়েকদিন ধরে একটি প্রাইভেট ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ওয়ার্ডে নেওয়ার সময় মারা যান শওকত।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, শওকত নামে ওই রোগী শ্বাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে ভর্তি ও চিকিৎসাসেবা দিয়ে ওয়ার্ডে পাঠানোর পর তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, ১৫ মিনিটে কোনো করোনায় রোগী মারা যেতে পারে না। তিনি মিনি স্ট্রোকে মারা গেছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here