সবুজদেশ নিউজ ডেস্কঃ

পদ্মা-যমুনা নদীর প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

মানিকগঞ্জ: ঘাট কর্তৃপক্ষ জানায়, মানিকগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢেউয়ের তোড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে ১৫টি ফেরির মধ্যে চলাচল করছে ১১টি। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

মাদারীপুর: পদ্মার তীব্র স্রোতে ১৮টি ফেরির বেশিরভাগের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে চলাচল ব্যাহত হচ্ছে। মাত্র ৭টি ফেরি চলাচল করায় পারাপারে সময় লাগছে দ্বিগুণেরও বেশি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here