ঢাকাঃ

ফেসবুক, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির অন্তরঙ্গ এবং ব্যক্তিগত সব ছবি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু জনস্বার্থে নিজেই রিটটি দায়ের করেন। রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here