সবুজদেশ ডেস্কঃ

এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাইপর্বে আজ রাতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ৩৪ বছর পর ভারতের মাটিতে খেলতে নামবে বাংলাদেশের ফুটবল দল। ভারতীয় দল বিখ্যাত এই মাঠে নামবে ৮ বছর পর।

শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চয়ে অনেকদূর এগিয়ে ভারত। দলটির বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছে ১৬ বছর আগে, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে।

দুই দলের মুখোমুখি ২৪ ম্যাচে ভারত জিতেছে ১১টি, বাংলাদেশের জয় ৩টি। ড্র ১০ ম্যাচ।

তবু ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভারতীয়দের হৃদয় ভাঙতে চান আজ তিনি।

ম্যাচটা দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। পরের রাউন্ডে যেতে দুই দলের কাছেই জয়ের বিকল্প নেই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন টিভির পর্দায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল বাংলা টিভি। এছাড়া স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টুতের সরাসরি দেখা যাবে।

অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে হটস্টার অ্যাপের মাধ্যমে দেখা যাবে অনলাইনেও।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here