ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে মাকে ভারতে ফেলেই বাবার সঙ্গে বাংলাদেশে চলে এসেছে শিশু রাবেয়া।

রাবেয়া নড়াইলের কালিয়া উপজেলার সাতরাখালি গ্রামের শরিফুল মোল্লার মেয়ে।

রাবেয়ার বয়স এক বছর দশ মাস। জন্মের পরই বাবা-মায়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ে চলে যায় সে। ১৮ মাস পর দেশে ফিরছিল পরিবারটি। শনিবার ভোরে কাঁটাতারবিহীন মাটিলা সীমান্ত পার হয়ে বাবার সঙ্গে বাংলাদেশে ঢোকে রাবেয়া। কিন্তু মা বিএসএফের তাড়া খেয়ে ভারতেই থেকে গেছেন।

শরিফুল মোল্লা বলেন, ১৮ মাস আগে ভারতে গিয়েছিলাম কাজের জন্য। বোম্বে হোটেলে কাজ করতাম আমি ও আমার স্ত্রী। কিন্তু মালিক আমাদের টাকা দিত না। পাশাপাশি ভয় দেখাতো, নির্যাতন করতো। তাই আমরা দেশে চলে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসতে পারেনি।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে ব্যাপক সতর্ক অবস্থান নেয়া হয়েছে। সীমান্ত পার হয়ে আসা অধিকাংশেরই বৈধ নাগরিকত্ব নেই। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here