মহেশপুরঃ

অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করার অভিযোগে দুইভারতীয় নাগরিকসহ ১৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (মহেশপুর ৫৮ বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান,২২ নভেম্বর মঙ্গলবার দিবাগতরাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার একাশিপাড়ার কাশেম মিয়ার ইট ভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দু’জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো মোসাঃ জোহরা(২৮) ও রিমা আক্তার রিপা (১৪)। তারা দু’জনইভারতের বানিয়ান জেলার রামমোহন থানার মোহমুংগীত গ্রামের বাসিন্দা। একই সময় সেখান থেকে আরো ১২ বাংলাদেশীকে আটক করে বিজিবি। এরমধ্যে তিনজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। এরমধ্যে ১০ জনের বাড়ি নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার পশ্চিমচ রচ্যাংগা গ্রামে এবং বাকি দুই জনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পশ্চিমকুলগ্রামে।

আটককৃতদের বিরুদ্ধে বিনাপাসপোর্টে অবৈধভাবে দু’দেশের সীমানা অতিক্রম করার অভিযোগে আটক করা হয়েছে। পওে তাদেও ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করাহয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here