খেলাধুলা ডেস্কঃ

ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অর্থাৎ বিপিএলের সপ্তম আসরে রংপুরের জার্সিতে দেখা যাবে বিশ্বের সেরা এই অল রাউন্ডারকে।

বুধবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। প্রাথমিকভাবে চুক্তি অবশ্য এক বছরের জন্য।

এদিকে সাকিবের রংপুরে যোগ দেওয়ায় নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। মাশরাফি বিন মুর্তজা তাহলে যাচ্ছেন কোথায়?

গত দুই মৌসুম ধরে রংপুরের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। দলটির আইকন প্লেয়ারও তিনি। কিন্তু সাকিব রংপুরে যোগ দেওয়ায় জন্ম দিয়েছে নতুন এ প্রশ্ন।

ক্রিকেট পাড়ায় এ নিয়ে নানা গুঞ্জনই ছড়াচ্ছে। শোনা যাচ্ছে মাশরাফি নাকি যোগ দিচ্ছেন ঢাকায়। এই দলের হয়েই বিপিএলের প্রথম দুই মৌসুম খেলেছিলেন ম্যাশ।

তবে এ বিষয়ে ঢাকা ডায়নামাইটস বা মাশরাফি— কোন পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এদিকে মাশরাফি যদি ঢাকায় খেলেন তাহলেও প্রশ্ন থাকছে। ফ্র্যাঞ্চাইজিটি এবার দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানকে। ফলে ঢাকায় মাশরাফি ভূমিকা কী হবে— অধিনায়ক, না শুধুই একজন খেলোয়াড়?

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here