ঢাকাঃ

রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাব থেকে রাতভর অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ক্লাবটি সিলগালা করে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, ক্লাব থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এবার ক্লাবটি সিলগালা করে দেয়া হবে।

তবে উদ্ধার করা মাদকের পরিমাণ অনুমোদনের মধ্যে কি-না, সেটি খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

র‍্যাব জানায়, রাতভর অভিযানে ফু-ওয়াং ক্লাব থেকে বিপুল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছৈ।

দু’দিন আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।

পুলিশের অভিযানের দু’দিন পর বুধবার মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‍্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করার কথা জানান র‌্যাবের এএসপি মিজানুর রহমান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here